মিডিয়ায় বার বার নেতিবাচক কথা লেখাতে চিকিৎসা পেশাকে ক্ষতিগ্রস্থ করছে-ডাঃ ইকবাল আর্সনাল

0
0

আল আমিন জনি (ঢাকা) – বাংলাদেশের স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) এর কর্ণধার অধ্যাপক ডাঃ ইকবাল আর্সলান বলেছেন আমার অনেক সতীর্থ সহকর্মী সোসাল মিডিয়ায় একের পর এক নেতিবাচক কথা লিখে যাচ্ছেন, তাঁদের এসব কথায় চিকিৎসক সমাজকে আরো বেশী জনসম্পৃক্ততা থেকে দূরে ঠেলে দিচ্ছে, তাঁরা সাধারণকে চিকিৎসকদের মুখেমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন, তাদের অতি উৎসাহী আচরন প্রকান্তরে পেশাকে ক্ষতিগ্রস্থ করছে । আমি একজন চিকিৎসকের গর্বিত সন্তান । আমি দেখেছি চিকিৎসকদের সামাজিক মর্যাদা, সন্মান, গ্রহণ যোগ্যতা, মানুষের অগাধ বিশ্বাস, উপভোগ করেছি চিকিৎসকের সন্তান হিসাবে মানুষের সমাদর ।
এটা দিনের পর দিন ক্ষয়িষ্ণু হচ্ছে, এর জন্য কি শুধু সাধারনরাই দায়ী আমাদের কোন দায় নেই?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here