রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলায় প্রতিদিন ১৪ টি ইউনিয়নে মৎস্য প্রডিউসার অর্গানাইজেশন পিও এবং সিআইজি মৎস্য সমিতির মাধ্যমে ভ্রাম্যমান নিরাপদ মাছ বাজার পরিচালিত হচ্ছে।
করোনায় লক ডাউনের মধ্যে সাধারন ভোক্তাদের ঘরে বসে মাছ খাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ডুমুরিয়া উপজেলা মৎস্য অধিদপ্তর এ পদক্ষেপ গ্রহন করেছেন।
নিরাপদ তাজা মাছ সুলভ মূল্যে প্রাপ্তির জন্য পিও ম্যানেজার মোঃ ইদ্রিস জোয়ার্দ্দারকে ০১৭৩৩-৯১৫৬৩৫ নম্বরে ফোন করে প্রি অর্ডার করা যাবে।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক বলেন, গত বছর করোনাকালীন সাধারন মানুষের বাড়ি মাছ পৌছে দিতে আমরা ডুমুরিয়া উপজেলা এটি সর্বপ্রথম শুরু করি, এ বছর মৎস্য অধিদপ্তরের নির্দশনায় সকল উপজেলা ভ্রাম্যমান মাছ বাজারের মাধ্যমে মাছ বিক্রি করছেন।
ডুমুরিয়া উপজেলায় প্রতিদিন ১৫ টি ভ্রাম্যমান মাছ বাজারের মাধ্যমে নিরাপদ তাজা মাছ উপজেলার সাধারন ভোক্তার বাড়িতে পৌঁছে যাচ্ছে। এতে এক দিকে চাষি মাছ বিক্রি করে লাভবান হচ্ছেন অন্যদিকে সাধারন মানুষ ঘরে বসে নিরাপদ তাজা মাছ পাচ্ছেন।