ডুমুরিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

0
4
রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগীতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলার প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে উপজেলা স্বাধীনতা চত্বরে স্হাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে আলোচনা সভা,সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ।বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম,মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক।অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আফরোজ শাহীন খসরু,উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আশরাফুল কবির,উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম,থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া,থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মুক্ত রায় চৌধুরী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশিষ কুমার বিশ্বাস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার,খুলনা পবিস ডুমুরিয়ার জোনাল ম্যানেজার আবদুল মতিন,সোনালী ব্যাংক লিঃ ডুমুরিয়া শাখা ব্যবস্হাপক মোঃ রুহুল্লা আল মামুনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,বীরমুক্তিযোদ্ধা,শিক্ষক ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। শেষে স্কুল শিক্ষার্থী মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চে প্রদত্ত ভাষণ,বক্তৃতাসহ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here