রাশিদুজ্জামান সরদার, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি :
খুলনা ডুমুরিয়া উপজেলায় ঘোষড়া ব্লাড ব্যাংক খুলনা’র উদ্যোগে, পবিত্র মাহে রমজানের ফজিলত কে সামনে রেখে কুয়েত প্রবাসী ও ঘোষড়া ব্লাড ব্যাংক খুলনার সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় মাগুরাঘোনা ইউনিয়নের ৭ টি কওমি মাদ্রাসা ও হেফজখানায় কোরআন শরীফ বিতরণ করা হয়। এ সময় ৭টি কওমি মাদ্রাসায় গরীব অসহায় মেধাবী ছাত্রদের মাঝে বাংলা অর্থ সহ -০৫ পিচ পবিত্র কোরআন শরিফ, হেফজ কোরআন- ৪১ পিচ,ও তসবিহ- ২০ পিচ। সর্বমোট ৪৬ পিচ কোরআন শরিফ বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নে অবস্থিত কওমি মাদ্রাসা ও হেফজখানার জন্য চাহিদা অনুযায়ী ৪৬ কপি কোরআন শরিফ দেওয়া হয়।
জানা গেছে, স্থানীয় যুবকদের উদ্যোগে গড়েু উঠা স্বেচ্ছাসেবী সংগঠনটি গত তিন বছর ধরে
বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। সদস্য, ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহায়তা নিয়ে হতদরিদ্রদের পাশে দাঁড়াচ্ছে সংগঠনটি। এর ধারাবাহিকতায় স্থানীয় মাদ্রাসার হেফজখানার ছাত্রদের জন্য কোরআন শরীফ বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। রহমত বর্ষণের পবিত্র এই রমজান মাসে
কোরআন তেলাওয়াতে ফজিলত বেশি। কোরআন তেলাওয়াতের সুযোগ করে দেওয়ায় উত্তম কাজ। কোরআনের মধ্যে আছে রহমত ও বরকতের অফুরন্ত সম্ভার। যা দ্বারা মানুষের কল্যাণ ও সৌভাগ্য বৃদ্ধি হয়। আল্লাহ পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন যেন তা নিয়ে গবেষণা করে বাস্তবেি আমল করা হয়। এই কোরআন বিজ্ঞানেরও এক রহস্যময় ভরা।
একজন মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য এই কিতাব সর্বোত্তম বিধান দান করে।
বেসরকারি সংস্থা ঘোষড়া ব্লাডব্যাংক খুলনার উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরণকালে এসব কথা বলেন সংঘঠনের প্রতিষ্টা সভাপতি।