রাশিদুজ্জামান সরদার, ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
খুলনা ডুমুরিয়ায় চাকুন্দিয়া গ্রামের মিলন শেখের ছেলে মুহিত (৬) পানিতে ডুবে মৃত্যু বরণ করেন। এলাকা বাসির নিকট থেকে জানা যায় মিলন শেখের দুই সন্তান এক ছেলে এক মেয়ে মুহিত ছোট। আজ শুক্রবার মুহিত খেলা করার জন্য বাড়ির বাইরে যায়। কিছু সময় মা না দেখতে পেয়ে খুঁজতে থাকে এক পর্যায়ে বাড়ির পাশে একটি পুকুর থেকে শিশুটির নিথর দেহটি উদ্ধার করা হয়। মুহিতের মৃত্যু তে পুরা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে গেছে।