ডুমুরিয়ায় অপরাজিতা নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়

0
0
রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া খুলনা প্রতিনিধিঃ
অপরাজিতা নারী রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প, অপরাজিতা মত রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় সভা
বুধবার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ ডুমুরিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সুলতান আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা শেখ মাহাবুবুর রহমান, ডুমুরিয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর সবুর সরদার, যুব মহিলা লীগের শিবু আক্তার প্রমুখ।
ডুমুরিয়া উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি শেখ সেলিম আক্তার স্বপন, রুপান্তর জেন্ডার এইড, ট্যানিং অফিসার মোর্শেদা ‌ খাতুন দিলারা
সিপি বীর ডুমুরিয়া উপজেলা সভাপতি একচিত্র রঞ্জন গোলদার, জাতীয়তা বাদী মহিলা দলের সভাপতি আরগিনা বেগম, পার্বতী ফজদার, আফরোজা খানম মিতা, নলিতা সরদার, সুস্মিতা গাইন, নিয়তি মন্ডল, শিল্পী গাইন, ইউপি সদস্য নার্গিস পারভীন, শিক্ষা বসাক, মহিলা আওয়ামী লীগ নেতা মো. সভাপতি শিলা রানী প্রমুখ।
দীপঙ্কর মন্ডল, অফিসার, অপরাজিত ডুমুরিয়া উপজেলা শাখা,
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, মহিলা ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, রূপান্তর ফাউন্ডেশন নারীর ক্ষমতায়ন ও নারীর আত্ম-সামাজিক উন্নয়নে যেভাবে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। এই প্রকল্পের মাধ্যমে নারীরা সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে জানতে পেরেছেন।খোলা জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ রয়েছে। রাজনৈতিক দলগুলোতে নারীর অবস্থান তৈরি হচ্ছে যা নারীর অধিকার আদায়ে ভূমিকা রাখবে।
এ বিষয়ে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে।১৯৯১ সালের সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী দলীয় রাজনীতিতে সব কমিটি গঠনে নারীদের জন্য ৩০ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।এটি জাতীয় ও স্থানীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণের একটি বড় সুযোগ তৈরি করে।
কিন্তু বাস্তবতা হলো, মূলধারার রাজনৈতিক দলগুলোতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নারীদের সভাপতি বা সম্পাদক নির্বাচিত হতে দেখা যায় না। এ বিষয়ে নারীদের করণীয় সম্পর্কে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ।এখন সময় এসেছে বিভিন্ন রাজনৈতিক দলে নারীদের চ্যালেঞ্জ শোনার এবং সে অনুযায়ী এগিয়ে যাওয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here