ব্যাটারী চালিত ইজিবাইক ও ভ্যানগাড়ির বিপদজনক এলইডি লাইট বন্ধে দরকার কার্যকরী পদক্ষেপ

0
26

ডেস্ক রিপোর্ট :

গ্রাম থেকে শহরে দাপিয়ে বেড়াচ্ছে শত শত অবৈধ ব্যাটারী চালিত ইজিবাইক ও ভ্যানগাড়ি, এই সকল ইজিবাইক ও ভ্যানগাড়িতে যুক্ত করা এলইডি লাইট রাতের আধার নামলেই দুর্ঘটনার ঝুকি বাড়িয়ে দেই। বিশেষ করে রাতের অন্ধকার নামলেই এলইডি যুক্ত এই সকল ইজিবাইক ও ভ্যানগাড়ির বিপরীত দিক থেকে আসা যানবাহনের চালকের চোখ ধাধিয়ে দেওয়া এই এলইডি লাইট দুর্ঘটনার জন্য একটি বড় কারন। প্রায়ঃশয় পথে ঘাটে দেখা যায় দ্রুত ধেয়ে আসা এলইডি লাইটযুক্ত এই ইজিবাইক ও ভ্যানগাড়ির দিকে চোখ পড়লেই চোখ ধাধানো আলোয় সামনে দিকের আর কোনো কিছুই স্পষ্ট দেখা যায়না ফলে যত্রতত্র ঘটছে দুর্ঘটনা। ভুক্তভোগী সকলে অনতিবিলম্বে এই এলইডি লাইট বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরী বলে মনে করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here