ডা. শাহরিয়ার আহমেদ (সংযোযিত) – মেয়েদের উপর কখনো রাগ করে থাকলে তা ধরে রাখতে নেই। কিছু সময় পর রাগ ঝেড়ে ফেলতে হয়। কাছে টেনে নিতে হয়… যেখানে মেয়েরা পুরুষ ছাড়া চলতে পারে না সেখানে যদি আমরা তাদের উপর রাগ দেখাই তাহলে তারা কোথায় যাবে? একটা ছেলের বুকের বাম পাঁজরের হাড্ডি থেকে একটা মেয়ের জন্ম সেখানে কোন পুরুষত্ব নিয়ে তাদের উপর রাগ দেখিয়ে চলবো আমরা।
একটা মেয়ের পরিচয় জানতে চাইলে সর্বপ্রথম তাকে প্রশ্ন করা হয় তার বাবার নাম কি..? আর বিয়ে হয়ে গেলে বলে স্বামীর নাম কি? বলতে গেলে মেয়েদের কোন নিজস্ব পরিচয় নেই… বিয়ের আগে বাবার পরিচয়ে বড় হয় আর বিয়ের পরে স্বামীর পরিচয়ে বাঁচে, মেয়েদের জীবনে বাবা ও স্বামী হলো তাদের বেঁচে থাকার মেরুদণ্ড, সুতরাং কোন দৃষ্টিতে মেয়েদের উপর রাগ করে চলবো আমরা?
.
রাতের অন্ধকারে একজন পুরুষ রাস্তায় বুক উচিয়ে সিংহের মতো চলতে পারলেও একজন মেয়েকে চলতে হয় বিড়ালের মতো… পুরুষ মানুষ উলঙ্গ অবস্থায়ও রাস্তায় ঘোরাফেরা করলে সে যতটা নিরাপদ একজন মেয়ে সম্পূর্ণ পর্দাশীল হয়ে চললেও সে ততটা নিরাপদ হতে পারে না… কোন মুখ নিয়ে মেয়েদের উপর রাগ দেখাবো আমরা?
.
দূর থেকে কোন সুন্দরী মেয়ে আসলে তা কোন পুরুষের নজরে গেলেই সর্বপ্রথম যে শব্দটা বন্ধুদের কাছে শেয়ার করা হয় তা হলো “মাল”, আজকাল আবার সুন্দরী মেয়ে লাগে না মেয়ে দেখলেই মাল বেড়িয়ে আসে… বর্তমানে মাল শব্দটা এমন অবস্থায় চলে আসছে যে মনে হয় এটা মেয়েদের একটা সমার্থক শব্দ, লজ্জা লাগে না মেয়েদের উপর রাগ করে থাকতে?
.
মেয়েরা যাকে ভালোবাসে তার উপর ডিপেন্ড হয়ে যায়… শুধুমাত্র প্রিয় মানুষকে কাছে পাওয়ার জন্য নিজের সবটুকু ইচ্ছা অনিচ্ছা আত্মত্যাগ করে স্বীকার করতেও রাজি হয় যায়… প্রয়োজনে বিলিয়ে দেয় নিজের সবটুকু… তবুও কিভাবে তাকে ভোগ করে তার উপর রাগ দেখিয়ে ছেড়ে চলে আসা হয় আমার বুঝে আসে না…
.
যে মেয়ে সংসারে প্রতিটা কাজ ঠিকমতো নিজের হাতে গুছিয়ে তিনবেলা খাবার খাওয়ায় আবার রাতে নিজের ঘুম হারাম করে স্বামীর চাহিদা মিটায় তার গায়ে হাত উঠে কি করে? তুমি তো ভাই পুরুষ না, তুমি পুরুষ নামের কলঙ্ক, তুমি স্বামী হয়েছো ঠিকই কিন্তু পুরুষ হতে পারো নাই।
শুনেন ভাই আমিও আপনার মত একজন ছেলে, একটা মেয়ে মর্ম আমরা বুঝবো না তো কে বুঝবে?
সবচেয়ে বড় কথা, আজকের মেয়ে আগামী দিনের মা, আর মায়ের উপর কেউই রাগ করে চলতে পারে না, মেয়েদের উপর রাগ দেখিয়ে চলাকে পুরুষত্ব বলে না বরং তাদের ভুলগুলো ক্ষমা করে বুকে টেনে নেওয়াই হলো একজন সত্যিকারের পুরুষের লক্ষণ !!