গোপালগঞ্জে শিক্ষকদের ক্লাস বর্জন করে অবস্থান ধর্মঘট

0
1

সমাজের কণ্ঠ  ডেস্ক  : ৬ আগস্ট, ২০১৯ –

 গোপালগঞ্জ প্রতিনিধি – গোপালগঞ্জে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল অনুযায়ী মূল বেতনের ৫০ ভাগ হারে বৃদ্ধি ও দ্বিতীয় শিফটে ভাতা প্রদানসহ বিভিন্ন দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান ধর্মঘট পালন করেছে শিক্ষকরা। অপরদিকে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দ্বিতীয় শিফটে ক্লাস চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে দ্বিতীয় শিফটে ভাতা প্রদানসহ বিভিন্ন দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান ধর্মঘট শুরু করে শিক্ষকরা। একই সময় দ্বিতীয় শিফটে ক্লাস চালুর দাবিতে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে বাঁশ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় তারা দ্বিতীয় শিফটে ক্লাস চালুর দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করে। এতে সড়কে দুই পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে অধ্যক্ষ মিজানুর রহমান দ্রুত ক্লাস চালুর আশ্বাস দিলে এক ঘণ্টা পর অবরোধ তুলে দেয় শিক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here