আজমানুর রহমান – (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জে “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্যাকেজ প্রচার কার্যক্রম, উন্নত রাষ্ট্র ও উন্নত জাতি গঠন শীর্ষক” আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) দুপুর ২ টায় গোপালগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করেন জেলা তথ্য অফিস। স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহে আলমের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোঃ ইনছান উদ্দিন মোল্যা’র উপস্থাপনায় উক্ত আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বর্তমান গোপালগঞ্জ এর সম্পাদক মোস্তফা জামান, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, কবি ও লেখক রবীন্দ্রনাথ অধিকারী।
এ সময় উক্ত অনুষ্ঠানে স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর দশটি উদ্যোগ নিয়ে আলোচনা করেন। উদ্যোগ ১. আমার বাড়ি আমার খামার, উদ্যোগ ২. আশ্রায়ন প্রকল্প, উদ্যোগ ৩. ডিজিটাল বাংলাদেশ, উদ্যোগ ৪. শিক্ষা সহায়তা কর্মসূচি, উদ্যোগ ৫.নারীর ক্ষমতায়ন, উদ্যোগ ৬. সবার জন্য বিদ্যুৎ, উদ্যোগ ৭. কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, উদ্যোগ ৮. সামাজিক নিরাপত্তা কর্মসূচি৪, উদ্যোগ ৯. বিনিয়োগ বিকাশ, উদ্যোগ ১০.পরিবেশ সুরক্ষা সমূহ। পরে আলোচনা সভা শেষে চলচিত্র প্রদর্শন করা হয়। পর্যায়ক্রমে জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলাা তথ্য।