মোঃ আজমানুর রহমান, গোপালগঞ্জঃ – গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ঘোনাপাড়া মোড়ে গরুর মাংস ব্যবসায়ী মো: পান্নুসহ কয়েকজন প্রতিদিন ৪/৫ টি গরু জবাই করে মাংস বিক্রি করেন। গরুর মাংস ব্যবসায়ীরা গরু জবাই করার জন্য গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর খোলা জায়গাকে বেছে নিয়েছেন। মাংস বিক্রির জন্য বেশ পরিচিতি লাভ করেছে ঘোনাপাড়া মোড়। ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়কের উপরেই গরু জবাই ও মাংস কাটা হয়। শুক্রবার সকালে ঐ সড়কের উপর মাংস কাটায় ব্যস্ত কসাইদের খোলা জায়গায় এ ধরনের কাজ করার কারন জিজ্ঞাসা করা হলে তারা বলেন ,‘মালিক মো: পান্নুর নির্দেশে সড়কের উপর গরু জবাই ও মাংস কাটা চলছে প্রায় তিন বছর ধরে। কেউ কখনও বাধা দেয় নাই’। গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর গরু জবাই করা হয় কেন সে ব্যাপারে জিজ্ঞাসা করা হলে গোপালগঞ্জের গোবরা ইউনিয়নের চেয়ারম্যান সফিকুর রহমান চৌধুরী জানান, রা¯তার উপরে গরু জবাই করা হয় তা জানা নেই। তবে খোলা ও ব্যস্ত সড়কে যাতে আর গরু জবাই করা বা মাংস কাটা না হয় সে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য গরু জবাই করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন সীল দেখা যায় নাই মাংসের উপর।