গোপলগঞ্জ পালিত হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

0
1

মোঃ আজমানুর রহমান, গোপালগঞ্জ:

আজ ২২ জুন শনিবার সারা দেশের ন্যায় গোপালগঞ্জে ও চলছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের আওতায় সারাদেশে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আওতায় শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ক্যাম্পইন চলবে। ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১৫ থেকে ১৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।গোপালগঞ্জ সদর উপজেলার চরশুকতাইল কমিউনিটি ক্লিনিকে সকাল ৮টা থেকে এ কর্মসূচি শুরু হয়।চরশুকতাইল কমিউনিটি ক্লিনিকের মেডিকিল অফিসার ইমরান মোল্লা জানান , ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সারাদেশে এক লাখ ২০ হাজার স্থায়ী টিকাদান কেন্দ্রসহ ২০ হাজার অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রত্যেকটি কেন্দ্রে ২ জন করে স্বাস্থ্যকর্মী টিকা খাওয়ানোর দায়িত্ব পালন করবে।সেই নিয়মে আমরা দায়িত্ব পালন করছি।এ ছাড়া বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ব্রীজের টোল প্লাজা, রেলস্টেশন, খেয়াঘাটসহ ভ্রাম্যমান স্থানে ক্যাম্পেইন কর্মসূচি সফল করতে ৩ জন করে স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছে। একই সঙ্গে প্রত্যেকটি ক্যাম্পেইন সার্বক্ষণিক মনিটরিং করতে গোপালগঞ্জ সদরে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here