আজমানুর রহমান – গোপালগঞ্জ:
বীর বাঙালির ইতিহাসে কলঙ্কিত এক অধ্যায় সূচিত হয়েছে এ মাসে। ইতিহাসের দীর্ঘ পথ পেরিয়ে বাঙালি কলঙ্কমুক্ত হলেও আমাদের প্রতিটি শিরা-উপশিরা ও ধমনিতে তীব্র ঘৃণার উদ্রেক করে এ মাস।
স্বাধীনতার মহান স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ উপলক্ষে গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ পুলিশ লাইন মোড় সহ জেলার কোটালীপাড়া, টুঙ্গিপাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্হানে এ সব ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে।
ডিসপ্লে বোর্ডে জাতির পিতার বিভিন্ন স্মরণীয় বাণী এবং স্হিরচিত্র স্হান পেয়েছে ।
গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম জানান ,তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মতে সমগ্র জেলায় বিভিন্ন সড়ক, মোড়, বাজার এবং টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ ও জনবহুল বিভিন্ন স্হানে মোট ২৮ টি ডিসপ্লে বোর্ড স্হাপন করা হয়েছে।