নবীগঞ্জে ভুয়া এফিডেভিট তৈরীর অভিযোগে ২ বছরের সাজা দিলেন ভ্রাম্যমান আদালত

0
0

নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি – নবীগঞ্জে ভুয়া এফিডেভিট তৈরী করে এক লন্ডন প্রবাসীর স্ত্রীকে নিজের স্ত্রী দাবী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার অভিযোগে গতকাল মঙ্গলবার দুপুরে শামীম মিয়া (৩২) নামক এক যুবক’কে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দন্ডাদেশপ্রাপ্ত শামীম মিয়া উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার পুত্র।
সুত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রæয়ারী মাসের ১৫ তারিখ উপজেলার গুমগুমিয়া গ্রামের বাহাদুর আলীর কন্যা লুৎফা আক্তারের সাথে একই উপজেলার পাইকপাড়া গ্রামের আওলাদ মিয়ার পুত্র লন্ডন প্রবাসী গোলাম মোস্তফার বিয়ে হয়। এদিকে উক্ত শামীম মিয়া লন্ডন প্রবাসীর স্ত্রী লুৎফা আক্তারের ছবি’র সাথে তার ছবি এডিট করে সংযুক্ত করে একটি ভুয়া এফিডেভিট তৈরী করে। ২০১২ সালের ২৭ জুন তারিখ দিয়ে তৈরী করা ভুয়া এফিডেভিটে উল্লেখ করে লুৎফার সাথে তার প্রেমের সর্ম্পক ছিল এবং ওই তারিখে সে ৫০ হাজার টাকা দেনমোহর সাব্য¯’ ক্রমে হবিগঞ্জ নোটারী পাবলিকের কার্য্যালয়ে হাজির হয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে। কিন্তু এসব কিছুই জানতো না লুৎফা। এদিকে স¤প্রতি শামীম মিয়া ভুয়া এফিডেভিটের কপি এলাকার বিভিন্ন মানুষকে দেখায় এবং প্রচার করে লুৎফার সাথে ২০১২ সালে তার বিবাহ হয়েছে। এমনকি লুৎফার স্বামী লন্ডন প্রবাসী গোলাম মোস্তফার ফেসবুক ম্যাসেঞ্জারে এই ভুয়া এফিডেভিটের কপি পাঠায়। এ ঘটনায় গত ২২ নভেম্বর নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে লুৎফা আক্তার। এরই প্রেক্ষিতে গত সোমবার রাতে নবীগঞ্জ থানার এস আই কাওসার আলমসহ একদল পুলিশ নবীগঞ্জ শহরতলীর নতুন বাজার মোড় থেকে শামীম মিয়াকে আটক করেন। পরে গতকাল মঙ্গলবার তাকে ভ্রাম্যমান আদালতের কার্য্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান ভ‚য়া এফিডেভিট তৈরী করে প্রতারণার অভিযোগে ধৃত শামীম মিয়াকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here