নবীগঞ্জে শীতের তীব্রতায় ভীড় বাড়ছে পুরাতন কাপড়ের দোকানে

0
0

মোঃ হাসান চৌধুরী :নবীগঞ্জ প্রতিনিধি –
নবীগঞ্জে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে পুরাতন কাপড়ের দোকানে। বিশেষ করে শিশু ও বয়স্কদের কাপড়-চোপড় কেনার চাহিদা সবচেয়ে বেশি। এখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনা-বেচা। এসব দোকানে নিজেদের সাধ্যের ভিতর পণ্য পেয়ে খুশি ক্রেতারা। অন্যদিকে স্বল্প পুঁজিতে অধিক লাভেও হাসি ফুটছে বিক্রেতাদের মুখে। সরেজমিনে দেখা যায়, শীত উপলক্ষে নবীগঞ্জ পৌর শহরের নতুন বাজার, মধ্য বাজার,ওসমানী রোড,শেরপুর রোডের হকার মার্কেট সহ উপজেলার বিভিন্ন বাজার গুলোতে বসছে পুরানো কাপড় বেচার এসব ভ্রাম্যমাণ দোকান। যেখানে রীতিমত ভিড় করছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। পুরাতন কাপড় বিক্রেতা পৌর এলাকার রাজাবাদ গ্রামের আব্দুল মালিক বলেন এ বছর আগের থেকে শীত পড়ায় শীতের পোশাক বিক্রি বেশি হচ্ছে। এতে করে আমাদেরও মোটামুটি ভালো লাভ হচ্ছে। এই ব্যবসা আমরা শুধু শীতের সময়েই করি। বছরের বাকি দিনগুলো আমরা অন্য কাজ করি। ক্রেতা নুনু মিয়া,সুবান মিয়া ও আয়শা বেগম বলেন, পুরাতন এসব শীতের দোকান গুলোতে সাধ্যের ভিতর অনেক ভালো ভালো মানের জেকেট,চাদর,সুইটার,কম্বল,সহ পোশাক পাওয়া যাচ্ছে। যাতে আমাদের খরচ কম হয়। তাই সাধ্যের মধ্যে এখান থেকেই ভালো কিছু কেনার চেষ্টা করছি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here