নবীগঞ্জে সিএনজি ষ্ট্যান্ডে আধিপত্য বিস্তারকেকেন্দ্র দু”গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

0
0

মোঃ হাসান চৌধুরী –
নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজারে সিএনজি ষ্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু” গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশাধিক লোক আহত হয়েছেন। আহতের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। জানাযায়, সৈয়দপুর বাজারের সিএনজি ষ্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দীঘর্ দিন ধরে বিরোধ চলে আসছিল। এই নিয়ে গত কয়েক দিন ধরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। গতকাল বুধবার বিকেলে সিএনজি ষ্ট্যান্ডের ম্যনাজার চৈতন্যপুর গ্রামের রব্বান মিয়া ম্যানজারের টাকা চান একই ইউনিয়নের উমরপুর গ্রামের জৈনক সিএনজি ড্রাইভার কাছে। এ নিয়ে তাদের মধ্যে তর্কবির্তক হয় এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। পরে উভয় পক্ষের আতœীয় স্বজন এসে সংষর্ষে লিপ্ত হন। এই সংঘর্ষে উভয় পক্ষের অনন্ত অর্ধশতাধিক লোক আহত হন। সংঘর্ষে সৈয়দপুর বাজারের অনেক ব্যবসা প্রতিষ্টানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। হামলার ঘটনা থেকে রক্ষা পেতে এসময় পথচারী ও বাজারের লোকজন দিকবিদিক ছুটাছুটি করেন। আহতরা হলেন মুহিবুর রহমান(৩২),সাইফুর রহমান(৫৫),বদরুল(১৭),আতিকুর রহমান(১৯),তামিম (১৯),আব্দুল আহাদ(৪৫),খালিক মিয়া(৩১),রাজা মিয়া (২২),খালেদ মিয়া(৩০),মুরশেদ মিয়া(২৫), সানি (১৫), বাবুল রহমান(২৪),জুনেদ আলী(৪০),জাহিদুল ইসলাম (২৫),সিরাজুল ইসলাম(২৮),নজমুল ইসলাম (২১),জিবলু মিয়া(৩৮),নুরুজ্জামান (২৫),আজাদ আলী (৫০) ও ফারুক মিয়া (২০) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। অন্যান আহততের আউশকান্দি অরবিট হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা প্রদান করা হয়েছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি অপারেশন আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্তলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here