বিএনপির আন্দোলনের সঙ্গে জনগণের সম্পকৃতক্তা নেই : হানিফ উল আলম হানিফ

0
2

সমাজের কণ্ঠ  ডেস্ক   – ১১ আগস্ট, ২০১৯ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে।

আজ রবিবার কুষ্টিয়া ২৫০ শয্য জেনারেল হাসপাতালে ‘ডেঙ্গু পরিস্থিতি ও মোকাবেলায় করণীয়’ শীর্ষক এক আলোচনাসভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি আন্দোলন করে তাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে পারবে না। কেননা যে আন্দোলনের সাথে জনগণের কোনো সম্পকৃতক্তা নেই সে আন্দোলন সফল হওয়ার কোনো সুযোগ নেই।

এর আগে তিনি কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

এ সময় জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. এস এম মুসতানজিদ, কুষ্টিয়া হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তাপস কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here