স্বাস্থ্যসেবায় প্রথম ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার জিতলেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

0
2
স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করছেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাহমুদুর রহমান রিজভী।
ডা. শাহরিয়ার আহমেদ: স্বাস্থ্যসেবায় দেশের প্রথম ক্যাটাগরিতে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার জিতলেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সারাদেশের সকল সিভিল সার্জন অফিস ক্যাটাগরিতে যশোর সিভিল সার্জন সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিতে কেশবপুর, অভয়নগর, মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল যশোর সহ জেলার পাঁচটি প্রতিষ্ঠান জাতীয় পুরস্কার অর্জন করেছে। আজ প্যান প্যাসিফিক সোনারগাও হোটেলে একটি অনুষ্ঠানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করে।
উক্ত অনুষ্ঠানে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাহমুদুর রহমান রিজভী।
ডা. মাহমুদুর রহমান রিজভী তার ফেসবুক পেজে এই অসামান্য অর্জনে কৃতজ্ঞতা জানান অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল মেডিকেল অফিসার থেকে শুরু করে ক্লিনার পর্যন্ত সকলকে। তিনি ফেসবুক পেজে জানান এই অসামান্য অর্জনে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল মেডিকেল অফিসার থেকে শুরু করে ক্লিনার পর্যন্ত সকলের সবার সর্বোচ্চ পরিশ্রম এর ফল। আমি শুধুমাত্র এটাকে বয়ে আনছি মাত্র, তাই কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আমি পুরো অভয়নগরবাসীর প্রতি কৃতজ্ঞ, সকল পরিস্থিতিতে আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ আমার সকল সহকর্মী, ধন্যবাদ দিলীপ স্যার, শাহীন স্যার, আমার অগ্রজ মুর্শীদ স্যার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here