সুদিপ্ত সালাম, হরিনাকুন্ডু থেকেঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে শনিবার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেনীর ভূমিহীনদের জন্য ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার আরশিনরে নির্মিত ও নির্মানাধীন ঘরগুলো পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এ কে এম ফজলুর রহমান।
এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্বাবধানে পরিচালিত সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দশমিক ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারী অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করেন। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারীর মধ্যেও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসারগণ, উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট সকল দফতরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণের মধ্যে সমন্বয় সাধন করে গৃহ নির্মাণ কার্যক্রমকে বাস্তবায়নের লক্ষে সরকার নিরলস কাজ করে যাচ্ছেন।
জেলার হরিনাকুন্ডু উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ও নির্মাণাধীন গৃহসমূহের গুনগত মান ঠিক আছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য তিনি আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।
এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এ কে এম ফজলুর রহমান ভূমিহীন ও গৃহহীন অসহায়দের মধ্যে কম্বল বিতরন করেন।
পরিদর্শনকালে আরো অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী আব্দুল হান্নান শেখ, ঝিনাইদহ সদরের সহকারী কমিশনার (ভূমি) এস এম শাহীন, সহকারী কমিশনার ভূমি ( হরিনাকুন্ডু) সেলিম রেজা, হরিনাকুন্ডু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হুসাইন, হরিনাকুন্ডু উপজেলা প্রকৌশলী, হরিনাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি এইচ মাহবুব মিলু, সাধারন সম্পাদক সুদিপ্ত সালামসহ উপজেলা ও স্হানীয় প্রশাসনের নেতৃবৃন্দ।