সমাজের কন্ঠ ডেস্ক: ভারতের মুসলিম ঐতিহ্যয়ের অন্যতম প্রধান স্থাপনা ঐতিহাসিক শহীদ বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়ে উগ্র হিন্দুত্ববাদী ৩২ আসামির সবাইকে বেকসুর খালাস দিয়েছেন দেশটির আদালত।
১৯৯২ সালের ডিসেম্বরে গুড়িয়ে দেওয়া হয় ১৫ শতকের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ। সেই ঘটনার দীর্ঘ ২৮ বছর পর বুধবার মামলার রায় ঘোষণা হল।
এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের মতামত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।
৪০০ বছরের পুরনো, ঐতিহ্যবাহী বাবরী মসজিদ ধংসের মামলায় অভিযুক্ত উগ্র হিন্দুত্ববাদি সকল সন্ত্রাসীদের খালাস দিয়েছে ভারতের উচ্চ আদালত। এই রায়ের মাধ্যমে ভারতে মুসলিম নির্যাতনকে প্রাতিষ্ঠানিক বৈধতা দিয়েছে উগ্র হিন্দুত্ববাদি মোদী সরকার। যা দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক সংঘাত-সহিংসতা বাড়াবে।
মুসলিম প্রধান বিভিন্ন ধর্মের অসাম্প্রদায়িক দেশ হিসেবে বাংলাদেশ সরকারের উচিত মোদী সরকারের এই সাম্প্রদায়িক, জঘন্য কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানানো।