ডেস্ক নিউজঃ বাংলাদেশের মানুষের প্রচুর চাহিদা থাকলেও ভারতকে সন্তুষ্ট করতে সদ্য শেষ হওয়া দুর্গাপূজা উপলক্ষে বন্ধু দেশ হিসেবে ভারতে ১ হাজার ১৩৭ মেট্রিক টন ইলিশ রপ্তানি করে বাংলাদেশ। ভারতীয়দের মুখ থেকে রূপালি ইলিশের গন্ধ এখনও দূর না হতেই তিস্তা ব্যারেজের সব গেট খুলে দিয়ে বাংলাদেশের জনগণকে পানিতে ডুবিয়ে মারছে ভারত।
প্রতিবেশী দেশটির এমন অকৃতজ্ঞ আচরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, ইলিশ পাঠানোর প্রতিদানেই কি তারা ডুবিয়ে মারছে আমাদের? ভারত থেকে নেমে আসা বন্যার পানি বাড়ার সাথে সাথেই যেন ক্ষোভ উতলে পড়ছে ফেসবুকে। বন্ধু দেশের এই নিষ্ঠুর আচরণের ব্যাপক সমালোচনা চলছে নেট দুনিয়ায়।
সর্বশেষ তথ্যমতে, তিস্তা ব্যারেজের সব গেট খুলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে তিস্তা ও আশপাশের এলাকায় ৪০০ ঘরবাড়ি বিলীন হয়েছে। ভারত থেকে নেমে আসা পানির চাপে তিস্তা ব্যারাজ ফ্লাড বাইপাস ভেঙ্গে গেছে। ব্যারাজ রক্ষার্থে রেড এলার্ট জারি করে তিস্তার তীরবর্তী লোকজনদের নিরাপদ স্থানে সরে যেতে পানি উন্নয়ন বোর্ড মাইকিং করছে। বুধবার দুপুর ২ টায় তিস্তা নদীর পানি বিপদসীমার ৭০ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।