হুসেইন মুহম্মদ এরশাদের আসন নিয়ে সংকটে জাপা

0
1

ফাইল ফটো

সমাজের কণ্ঠ  ডেস্ক  :২৫ আগস্ট, ২০১৯ – সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু হয়েছে গত ১৪ জুলাই। তাঁর মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসন নিয়ে নতুন করে সংকট ঘনীভূত হচ্ছে। শেষ পর্যন্ত সেই আসনে কে দাঁড়াবেন, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

জাপার একটি সূত্রে জানা যায়, এরই মধ্যে পারিবারিক সমঝোতায় এরশাদ-রওশনপুত্র রাহগির আল মাহী সাদকে রংপুর-৩ উপনির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও রংপুর-৩ আসনের জাতীয় পার্টির ১২ হাজার নেতাকর্মীসহ দল থেকে নির্বাচিত ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও রংপুর সিটি করপোরেশনের মেয়র ও একাধিক কাউন্সিলর স্বাক্ষরিত একটি আবেদন পার্টির কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। ওই আবেদনে তাঁরা দাবি জানিয়েছেন, রংপুর-৩ আসনের উপনির্বাচনে রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরকে দলীয় মনোনয়ন দিতে।

জাতীয় পার্টির একটি সূত্র জানায়, রংপুর-৩ আসনটি এরশাদের পরিবার নিজেদের মধ্যে রাখতে চায়। এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের ও বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদের মধ্যে একটি সমঝোতা হয়েছে। উপনির্বাচনে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের পরিবারের একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নিতে চান বলে চাউর আছে। তাঁদের মধ্যে এরশাদের ভাইপো সাবেক এমপি আসিফ শহরিয়ার, জি এম কাদেরের স্ত্রী শরীফা কাদের, এরশাদের বোন ড. মেরিনার মেয়ে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলুর স্ত্রী টুম্পা এবং এরশাদ-রওশনপুত্র সাদ। রওশন এরশাদ শুরু থেকে সাদ এরশাদকে প্রার্থী করার পক্ষে অনড় অবস্থান গ্রহণ করেন। তবে জি এম কাদের সাদকে প্রার্থী করার বিরোধী ছিলেন।

জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য বলেন, সাদকে প্রার্থী করা হলে কেন্দ্রীয়ভাবে জি এম কাদের আরো সংহত হবেন এবং রওশনের সঙ্গে বিরোধ মিটে যাবে। তবে সংকট বাড়বে রংপুরে। ওই প্রেসিডিয়াম সদস্য আরো বলেন, এরশাদ পরিবার রংপুর-৩ আসনটি তাদের নিজেদের দখলে রাখতে চায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here