যশোর প্রতিনিধি – নারী মাদক বিক্রেতা নাদিরা গাঁজা সহ আটক আবারো গাঁজাসহ আটক হলেন যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পাশের চিহ্নিত নারী মাদক বিক্রেতা নাদিরা পারভীন (৩৮)। শুক্রবার রাত ৮টার দিকে বেজপাড়া চোপদারপাড়া রোডস্থ নাদিরা স্টোর থেকে তাকে আটক করা হয়।
নাদিরা ওই এলাকার সগীর হোসেন ওরফে সাকির হোসেনের স্ত্রী।
র্যাব জানায়, নাদিরা স্টোর নামে নাদিরা ও তার স্বামীর একটি মুদিখানার দোকান আছে। সেখানে কেনাবেচার আড়ালে নাদিরা গাঁজা বিক্রি করেন। শুক্রবার রাত ৮টার দিকে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে দোকান থেকে আটক করে।
পরে তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা, দু’টি মোবাইল, গাঁজা মাপার ডিজিটাল আরএফএল মেশিন এবং গাঁজা বিক্রির নগদ ১০ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে।
কোতোয়ালি থানার একটি সূত্রে জানা গেছে, নাদিরা বেশ কিছুদিন আগেও র্যাবের হাতে আটক হয়েছিলেন গাঁজাসহ। কিন্তু বেশিদিন তাকে জেলহাজতে থাকতে হয় না। জেল থেকে জামিনে মুক্তি পেয়ে ফের গাঁজার ব্যবসা করেন তিনি। তার স্বামী সগীর হোসেনও একজন চিহ্নিত গাঁজা বিক্রেতা। তার বিরুদ্ধে ডজন খানেক মামলা আছে কোতোয়ালি মডেল থানায়। নাদিরার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।