নাজিম উদ্দীন জনি,যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় ট্রেন ও স্কুল শিক্ষার্থী বহনকারী থ্রি-হুইলার সংঘর্ষে ৫ জন ছাত্র-ছাত্রী ও চালক আহত হয়েছে।
আহত হলেও ভাগ্যের জোরে প্রাণে রক্ষা পেল ৫ শিশু শিক্ষার্থী ও তাদের বহনকারী থ্রি-হুইলার চালক। যশোরের ঝিকরগাছায় বেনাপোলমুখী ঢাকা-বেনাপোল ট্রেনের ধাক্কায় এদের বহনকারী থ্রি-হুইলার উল্টে গেলেও প্রাণে রক্ষা পেয়েছে এরা।
সোমবার(২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঝিকরগাছা উপজেলার বামনআলী গ্রামের রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো ইয়ামিন হাসান জিহাদ (৬), তাহসিন মাহমুদ (৪) মোস্তাকিম (৫) মিম (১১) লাবিবা (৭) ও থ্রি-হুইলার চালক সুজন কান্তি (৪০)। এদের মধ্যে শিশু মিম ও চালক সুজনের অবস্থা গুরুতর।
উল্লেখ্য, এই ক্রসিংটিতে কোনো গেট অথবা গেটম্যান নেই।