ঝিকরগাছার শংকরপুরে ইজিবাইক থেকে পড়ে মাদ্রাসা শিক্ষার্থী নিহত

0
1
নাজিম উদ্দীন জনি,যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুরে মাদ্রাসার ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে ইজিবাইক থেকে পড়ে লিপি খাতুন (১৭) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(২৯ অক্টোবর) সকাল ১১ টার সময় যশোরের বাগআঁচড়া সংলগ্ন কুলবাড়ীয়া বি কে এস মাধ্যমিক বিদ্যালয় সামনে( বাগআঁচড়া টু বাঁকুড়া রোড ) সড়কের প্রতিমধ্যে এ ঘটনা ঘটে।
নিহত লিপি খাতুন ঝিকরগাছা উপজেলার কুমরী মাঝের পাড়া গ্রামের কওছার আলীর মেয়ে এবং বাগআঁচড়া সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকাল ৮ দিকে বাড়ী থেকে সুস্থ অবস্থায় দুই বান্ধবির সাথে মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায় লিপি খাতুন ।
 ক্লাসের তিনটি পিরিয়ড ভালো ভাবে শেষ করে বাসায় ফেরার পথে  ইজিবাইকে করে বাড়ি  ফিরছিল লিপি খাতুন ও সাথে থাকা বান্ধবী একই গ্রামের পারুল আক্তার পিতা হায়দার আলী ও সাবরিনা আক্তার পিতা আবু সাঈদ ।
পারুল আক্তার জানায়, সকাল ৮ টা সময় আমরা তিন জন মাদ্রাসায়  ক্লাস করে ইজিবাইকে করে বাড়ির দিকে রওয়ানা হয় । পথিমধ্যে কুলবাড়ীয়া বি কে এস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর লিপি খাতুন বললেন আমার মাথার মধ্যে কেমন করছে বলতে বলতে ইজিবাইক থেকে পড়ে গিয়ে মাথায় সজোরে আঘাত পাই। আমরা সকলে ধরা ধরি করে আবার ইজিবাইকে তুলে ডাক্তারের কাছে নিয়ে যেতে যেতে বাগআঁচড়া বেত্রাবতি সড়কে পুজা মন্দিরের সামনে আসলে হাত পা একবার ঝাড়া দিয়ে একবারে নিঃস্তব্দ হয়ে যায় ।
তারপর তাকে স্থানীয় একটি ক্লিনিকের নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করেন ।
 লিপি খাতুন ইজিবাইক থেকে পড়ার সাথে সাথে তাকে উঠানো হয় তারপর আর একটা কথাও বলতে পারিনি বলে আবার কান্নায়  ভেঙে পড়ে তার বান্ধবীরা।
মেধাবী শিক্ষার্থী লিপির এভাবে অকালে চলে যাওয়ায় পরিবার ও শিক্ষকদের মাঝে গভীর শোক   দেখা দিয়েছে। মেয়েকে হারিয়ে মা বাবার গভীর আত্মচিৎকারে মুহুর্তে ভারি হয়ে যায় এলাকার আকাশ বাতাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here