যশোর প্রতিনিধি :যশোরের সাবেক পৌর মেয়র, বিএনপি নেতা মারুফুল ইসলাম মারুফের বিরুদ্ধে আদালতে ৮৩ লাখ টাকার চেক ডিজ অনারের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার মামলাটি করেছেন ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক যশোর শাখার পক্ষে প্রতিষ্ঠানের পিন্সিপাল অফিসার কামরুজ্জামান বাদী হয়ে এ মামলাটি করেন।সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক বিষয়টি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারি করেন।মামলায় বাদী উল্লেখ করেন, শহরের গোহাটা রোডে অবস্থিত ইষ্ট বেঙ্গল নামের ব্যবসা প্রতিষ্ঠানের নামে আসামি মারুফুল ইসলাম সিসি লোন গ্রহণ করেন। এ লোনের প্রেক্ষিতে আসামি ৮৩ লাখ ১৫ হাজার টাকা একটি ব্রাক ব্যাংকের চেক প্রদান করেন। ওই চেক গত ২৯ আগষ্ট বাদী ব্যাংকে বকেয়া টাকা উত্তোলনের জন্য দিলে ব্যাংক তা ডিজ অনার করে। এরপর ২ সেপ্টেম্বর বাদী টাকা পরিশোধের জন্য আসামির নিকট লিগ্যাল নোটিশ পাঠায়। যা ৩ আগষ্ট আসামি গ্রহণ করেন। এরপরেও আসামি টাকা ফেরত না দেয়ায় বাদী আদালতে মামলা করেন। আদালত আগামি ৬ এপ্রিল এ মামলার পরবর্তি দিন ধার্য্য করেন।