চৌগাছা প্রতনিধি : চৌগাছা সদর ইউনিয়নের ছাত্রলীগের আহবায়ক মোঃ আকরামুল ইসলামের উদ্যোগে সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে রক্তের গুরুপ নির্ণয় করা হয়।গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৮নং ওয়ার্ডের দিঘলসিঙ্গা গ্রামের ৬০ জন ব্যক্তিকে বিনামূল্যে রক্তের গুরুপ নির্ণয় করা হয়।ছাত্রলীগ নেতা আকরামুল ইসলাম এর আগেও অত্র ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডে বিনামূল্যে রক্তের গুরুপ নির্ণয় করেন। তিনি এ প্রতিবেদকে বলেন,বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাতে গড়া সংগঠন, ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত সকল অন্যায়ের বিরুদ্ধে কঠোর ভ’মিকা রেখেছে। তিনি আরো বলেন যারা রক্তদিতে পারেন তারা নিয়মিত রক্ত দান করতে পারেন আর যারা দিতে পারেনা তারা চেষ্ঠা করবেন। আমি ব্যক্তিগত ভাবে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে এসেছি, আপনারা আমাকে সাহায্য করেন আমি আগামীতে যেন আরো ভালো কিছু করতে পারি।এসময় ৮নং ওয়াডে ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।