শার্শা(যশোর)প্রতিনিধি –
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও ১৫আগষ্ট জাতীয় শোক দিবস নানা আয়োজনে পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুলের নেতৃত্বে বিশাল শোক র্যালী বাগআঁচড়া বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু ম্যুরালে পূষ্পস্তবক অর্পন করে।
পরে বিকালে বাগআঁচড়া হাইস্কুল মাঠে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা কমান্ডের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা,দোয়া অনুষ্ঠান,ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়।
বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুলের সার্বিক সহযোগিতায় ও সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল।বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান আসাদ,সদস্য রবিউল হোসেন, এসময় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইয়াকুব হোসেন বিশ্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন,সাংগঠনিক সম্পাদক আকবার আলী, আওয়ামীলীগ নেতা আবু তালেব সরদার,ইউনুস আলী,আবু তালেব মেম্বর,আরিনা খাতুন মেম্বর, আলমগীর কবির মেম্বর,আল আমিন খান,আসাদুল ইসলাম মেম্বর,আব্দুর রফিক,তবিবর রহমান,আশরাফ আলী আশু মেম্বর,মতিয়ার রহমান, রওশন আলী, আলহাজ্ব রাজ আলী মিয়া,আব্দুল হান্নান মেম্বর,নাজমুন্নাহার কল্পনা মেম্বর, জিয়াদ আলী,মতিয়ার রহমান মতি,নাসির উদ্দিন মেম্বর, আব্দুল লতিফ মোড়ল,মোজাম গাজী মেম্বর,বজলু সরদার,লিয়াকত আলী,ইদ্রিস আলী সর্দার,জিয়াউর রহমান মেম্বর, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরীফ আহমেদ লিটন,বাগআঁচড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফসিয়ার রহমান,ডাঃ আহসান হাবিব রানা,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল,যুবলীগ নেতা মহিদুল ইসলাম,মিজানুর রহমান,হাবিবুর রহমান ধাবক, খায়রুল আলম দুষ্টু,আকবার আলী,রিয়াজ পারভেজ টিটু, আনোয়ার আলী আনার,মাসুম,আলমগীর,জুয়েল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম,সভাপতি আহসান হাবীব পল্টু,সাধারণ সম্পাদক এসএম মেহেদি হাসান অপু, বাগআঁচড়া কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক জনসাধারণ।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা আলহাজ্ব খায়রুল আলম।