চৌগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

0
0
চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপস্থিত ব্যক্তিবর্গের বক্তব্যে উঠে এসেছেঃ ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনীর সদস্যরা তাদের স্থানীয় দোসর আলবদর, রাজাকার, আলশামস-এর সহায়তায় জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী, প্রকৌশলী ও লেখকসহ দুই শতাধিক বৃদ্ধিজীবীকে ধরে নিয়ে যায় এবং মিরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া, রাজারবাগসহ বিভিন্নস্থানে নির্যাতন কেন্দ্রে নির্যাতন করে হত্যা করে। এর মধ্যে রায়েরবাজার ও মিরপুর ছিল উল্লেখযোগ্য।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চৌগাছা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিআরডিবি কর্মকর্তা আনিচুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হূমায়ূন কবীর সোহেল,
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টু, চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শফি উদ্দিন, মৃধাপাড়া মহিলা কলেজের প্রভাষক খালেদুর রহমান টিটো, হারুন অর রশিদ, রোকনুজ্জামান, মোজাম্মেল, উপজেলা ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজ, শোভন দেওয়ান, সোহেল দেওয়ান, মামুন মৃধাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here