চৌগাছায় ৫,শ শালিক পাখিকে উড়িয়ে মুক্তিদান

0
0
চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছা থেকে ৫শ শালিক পাখি ক্রয় করে খুলানায় নিয়ে যাওয়ার পথে হাতেনাতে ধরা পড়ে এক পাখি ব্যবসায়ী। এ সময় ব্যবসায়ী পাখির খাচা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সমুদয় পাখি খাঁচা থেকে বের করে আকাশে উড়িয়ে দেয়া হয়।
জানা গেছে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে চৌগাছা মেইন বাসষ্টান্ড সংলগ্ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ের পাশে বসে ছিলেন কিছু ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ সময় একটি যাত্রীবাহি বাস এসে ওই কার্যালয়ের সামনে থামে। হঠাৎ বাসের ছাদে কিচিরমিচির ডাক শুনতে পাই ছাত্রলীগ নেতা রুবেল হুসাইন। তিনি দ্রুত বাসের ছাদে যেয়ে ৬ টি খাচার মধ্যে শালিক পাখি দেখতে পাই।
পাখির মালিক কে জানতে চাইলে জনৈক ব্যক্তি পালাতে যায়। তাকে হাতেনাতে ধরে জিজ্ঞাসাবাদ করলে ওই ব্যক্তি জানান, চৌগাছার কমলাপুর গ্রামের হাসানের নিকট থেকে ১টি শালিক ৩০ টাকা দরে ৫শ শালিক পাখি তিনি কিনে এনেছেন। সমুদয় পাখি তিনি খুলনায় নিয়ে যাচ্ছেন, তার বাড়িও খুলনায় বলে তিনি জানায়। ছাত্রলীগ নেতা রুবেল হুসাইনসহ উপস্থিত সকলের কাছে ক্ষমা চেয়ে পাখির খাচা ফেলে তিনি দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে সকল পাখি খাচা থেকে বের করে আকাশে উড়িয়ে দেয়া হয় বলে জানান ছাত্রলীগ নেতা রুবেল হুসাইন। এহেন কাজে বাংলাদেশ ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন মহল থেকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here