যশোর প্রতিনিধি :
কনকনে শীতে বিপর্যস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা যশোরের জনজীবন। কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ার কারণে অনুভূত হচ্ছে তীব্র শীত। এতে চরম দুর্দশায় পড়েছেন মানুষ।
যশোর আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, গত কয়েকদিন ধরে যশোরে তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। ঢাকা আবহাওয়া অধিদপ্তরের সকাল ৯টার সর্বশেষ তথ্য বলা হয়েছে, রোববার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীতের সঙ্গে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো জেলা। শনিবার থেকে দেখা মিলছেন না সূর্যের। সড়কে মানুষের চলাচল কমে গেছে। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতে সবচেয়ে কষ্ট পাচ্ছেন ছিন্নমূল ও খেটে খাওয়া সাধারণ মানুষ। শীত নিবারণে আগুন জ্বালিয়ে তাপ নিতেও দেখা যাচ্ছে অনেককে। যারা কাজে বেরিয়েছেন তাদের দুর্দশা আরো বেশি।