আব্দুল আলীম, চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছার ধূলিয়ানী ইউনিয়নের আজমতপুর গ্রামের যুব প্রজন্মের আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সংগঠন “বাধন”, এম এম কলেজে শাখার কার্যক্রমে এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আজমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বিকাল তিনটার সময় সরেজমিনে গিয়ে দেখা যায় তখন পর্যন্ত ৫০০ জনের উপরে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। গ্রাম থেকে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেন, আমাদের যুবকদের এটা নিতান্তই ভালো কাজ। আমরা তাদের এই কাজকে সাধুবাদ জানায়।
এসময় রক্তের গ্রুপ নির্ণয়ের কাজে উপস্থিত ছিলেন বাঁধন, এম এম কলেজ শাখার সভাপতি শায়েস্তা খান, সাংগঠনিক সম্পাদক শহিদুজ্জামান, কোষাধক্ষ রিপনা খাতুন, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম নাহিদ, নির্বাহী সদস্য সাদিয়া বিশ্বাস, সাথী খাতুন, আরিফুল ইসলাম, হারুন খান, আহসান বিল্লাহ, হাসানুর রহমান।