আব্দুল আলীম, চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছার পল্লীতে শত্রæতাবশত আম গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলা বাটিকামারি গ্রামের মাঠে এই গাছ কাটার ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী আম চাষি সংশ্লিষ্ঠ থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
জানা গেছে, পৌরসভার নিরিবিলিপাড়ার বাসিন্দা আনছার আলীর ছেলে হায়দার আলী, বাবুল আক্তার, আনিছুর রহমান ও উজ্জ্বল হোসেন বাটিকামারি গ্রামের মাঠে ৬ বিঘা জমিতে আম বাগান করেছেন। প্রতিটি গাছে ইতোমধ্যে ফল দেয়া শুরু করেছে। মঙ্গলবার সকালে দূর্বৃত্তরা আম বাগানের ৩০টি বড় আমগাছ কেটে ফেলার পাশাপাশি নতুন করে লাগানো আরও ২০ থেকে ২৫টি গাছ উপড়ে ফেলেছে। দুপুরে ভুক্তভোগীরা আম বাগানে যেয়ে এই দৃশ্য দেখতে পাই। এ ঘটনায় আনিছুর রহমান চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।