আব্দুল আলীম, চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ২টি মাদ্রাসা এবং ৯টি মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় ন্যাশন্যাল অ্যাসেসমেন্ট অব সেকেন্ডারী স্টুডেন্ট-২০১৯ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ সোমবার (২৭ জানুয়ারী) সকাল দশটায় অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের তত্ত্বাবধায়নে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় অত্র বিদ্যালয়ের বর্তমান ৭ম ও নবম শ্রেণির ৩০ জন করে মোট ৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। উল্লেখ্য সকাল ১০টা থেকে ১১.১০ টা পর্যন্ত বাংলা, ১১.২০ টা থেকে ১২.৩০ পর্যন্ত ইংরেজী, দুপুর ১টা থেকে ২.১০ টা পর্যন্ত গণিত, ২.২০ থেকে ৩.২০ টা পর্যন্ত কুইজ (জাতীয়) পরীক্ষা সম্পন্ন হয়। এর পরপরই ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে দায়িত্বরত বাংলা,ইংরেজী ও গণিত শিক্ষকদের একটা টেস্ট নেওয়া হয়। ১১ টির প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গবেষনা কর্মকর্তা এবিএম আনোয়ার হোসেন বকুল ৬ষ্ঠ ও ৮ম শ্রেনী পরিক্ষা পরিদর্শনে যান। শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাংলী জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই। আর যুগোপযোগী শিক্ষাদানের জন্য শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার দূর্বল দিক, কারিকলাম অনুযায়ী শিক্ষার পরিমাপ নির্নয় করার লক্ষে সারা দেশে ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৯ সালে অধ্যয়নরত ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির ৩০ জন শিক্ষার্থী এবং তাদের প্রধান শিক্ষক ও শ্রেণি শিক্ষকদের দক্ষতা ও শিখন পদ্ধতি পরীক্ষার মাধ্যমে যাচাই করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় চৌগাছা উপজেলাতে ২টি মাদ্রাসা ও ৯টি মাধ্যমিক বিদ্যালয়ে এই কার্যক্রম পরিচালিত হয়েছে।