২য় মেয়াদে যবিপ্রবির উপাচার্য নিযুক্ত হলেন অধ্যাপক ড.আনোয়ার

0
0

প্রনব মন্ডল, বিশেষ প্রতিনিধিঃ ২য় মেয়াদে যবিপ্রবির উপাচার্য নিযুক্ত হলেন অধ্যাপক ড.আনোয়ার। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি (যবিপ্রবি) দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনু-জীববিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। মহামান্য রাষ্ট্রপতি ও Chancellor এর অনুমোদনক্রমে মঙ্গলবার শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে ও তাকে ২য় মেয়াদে একই পদে বদাল থাকতে বলা হয়েছে এবং উপাচার্য হিসেবে আরও ৪ বছর দ্বায়িত্ব পালনে স্বীকৃতি দেওয়া হয়েছে ।তবে প্রযোজ্য নিয়ম অনুসারে তিনি নিয়মিত চাকরির বয়স পূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূবর্ক অবসর গ্রহনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে উক্ত মেয়াদে অবশিষ্টাংশ পূর্ণ করবেন । গবেষক, অধ্যাপক ড. আনোয়ার হোসেন ২০১৭ সালের ২০ শে মে তারিখে এ বিশ্ববিদ্যালয়ে ১ ম মেয়াদে উপাচার্য হিসেবে যোগদান করেন ।তার ১ ম মেয়াদ শেষ হয় গত ১৯ শে মে।অধ্যাপক ড. আনোয়ার হোসেনের নেতৃত্বে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাসের পরীক্ষাসহ করোনার জীবনরহস্য উন্মোচন, গতিপথ পরিবর্তন সহ নানা বিষয়ে এ জিনোম সেন্টারে গবেষণা চলমান রয়েছে। তার দ্বায়িত্ব গ্রহনের পরে শিক্ষা ও গবেষণার ক্ষেেএ যবিপ্রবি এক অনন্য উচ্চতায় আসীন হয় ।২০২০ সালে গবেষণা প্রবৃদ্বির ক্ষেেএ যবিপ্রবি সারা বাংলাদেশে ১ ম স্হান অর্জন করে। গত ৮ মে অধ্যাপক ড.মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে যবিপ্রবির ল্যাবে ১ ম বারের মতো ভারতীয় করোনার ধরন শনাক্ত হয়। এছাড়াও তার নেতৃত্বে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একদল গবেষক কম খরচে করোনা ভাইরাসের শনাক্ত “সাইবারগ্রিন ” পদ্ধতি উদ্ভাবন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here