চৌগাছা প্রতিনিধি – যশোরের চৌগাছায় ডেঙ্গু জ্বর প্রকট আকার ধারণ করেছে। ইতোমধ্যে পৌরসভার উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে ওষুধ স্প্রে করার পাশাপাশি জনসতেনতা বৃদ্ধির জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শুক্র ও শনিবার কর্মকর্তা কর্মচারীদের সরকারি ছুটি বাতিল করা হয়। পৌরসভার প্রতিটি পাড়া মহল্লায় কর্মকর্তা কর্মচারীবৃন্দ সচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্রচার করছেন।
শনিবার সকালে পৌরসভার ডিভাইন কোল্ড স্টোরেজ চত্বর, মাঠপাড়া, ইছাপুর স্কুলপাড়া, মৃধাপাড়া, দেওয়ানপাড়া, পাঁচনামনা বালুগর্ত এলাকা, কংশারীপুর ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারাভিযান করেন।
এডিস মশা যাতে বংশ বিস্তার না করতে পারে, আক্রান্ত ব্যক্তির করণীয়সহ নানা বিষয়ে মানুষকে সচেতন করা হয়।
এ সময় পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়শনের সভাপতি কালিমুল্লাহ সিদ্দিক, সাধারণ সম্পাদক মুকুরুল ইসরাম মিন্টু, সদস্য শাহীনুর রহমান শাহীন, আক্তরুজ্জামান তুহিন, সেলিম রেজা, তফিজুর রহমান, আবু সাঈদ, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, সুলতানা নাহার, বাবুল আক্তর, রহমত আলী, মহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।