চৌগাছা প্রতিনিধি – যশোরের চৌগাছায় ৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক সেবনকারী আটক হয়েছে।
আটককৃত মাদকসেবী হলেন উপজেলার নিরিবিলি পাড়ার আনছার আলীর ছেলে আনিচুর (৩০)। তার গ্রামের বাড়ি উপজেলার খড়িঞ্চা গ্রামে। বর্তমানে তারা উপজেলার নিরিবিলি পাড়ায় বসবাস করে।
গতকাল (৬ সেপ্টেম্বর) শুক্রবার রাত্রে চৌগাছা থানা পুলিশের অভিযানে নিরিবিলি পাড়ার আনিচুর রহমান ফেন্সিডিলসহ আটক হয়।
থানা সূত্রে জানা যায়, চৌগাছা থানা পুলিশের এস আই বিকাশ সাহেব তার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার কংশারীপুর রোডে জিয়েলগাড়ি থেকে এই মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করে। আটকের সময় তার কাছ থেকে ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায় নিরিবিলি পাড়ার আনিচুর রহমান শুধু মাদক ব্যবসায়ীই নয়। সে নিজেও একজন মাদক সেবনকারী এবং নিয়মিত মাদক সেবন করে।
চৌগাছা থানার এসআই বিকাশ চন্দ্র আটকের সত্যতা নিশ্চিত করে বলেন তাকে মামলা দিয়ে চালান দেওয়া হয়েছে।