স্বাভাবিক জীবনে ফিরতে চায় কিডনি রোগে আক্রান্ত কলারোয়ার আয়েশা

0
0

মোঃ তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: বয়স ১০ বছর! যে সময় দুরন্ত শৈশবে ছোটাছুটি আর লেখাপড়া করার কথা, সে সময়ে কিডনি রোগে আক্রান্ত হয়ে সুন্দর এই পৃথিবীতে স্বাভাবিক জীবনে এখন শুধুই দুঃস্বপ্ন।

জীবনের সূচনাতেই এমন হতাশা নিয়েই বেঁচে থাকতে হচ্ছে সাতক্ষীরা কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা গ্রামের দিনমজুর ইসারুল ও ফাতেমা দম্পতির কন্যা আয়েশা খাতুনের।
৭/৮ মাস আগে তার শরীরে রোগ লক্ষণ প্রকাশ পায়। প্রথমে চোখ, মুখ সহ সমস্ত শরীর ফুলে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিলে তার পরিবার তাকে নিয়ে প্রথমে গ্রাম্য চিকিৎসকের দ্বারস্থ হয় এরপর পর্যায়ক্রমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- যশোরের ইবনে সিনা হাসপাতাল- সাতক্ষীরা সদর হাসপাতাল এছাড়াও দেশের আরও কয়েকটি হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করে কিডনি রোগের বিষয়টি নিশ্চিত হয়। বর্তমানে তার রোগটি ক্রনিক পর্যায়ে রয়েছে বলে জানা যায়। বর্তমানে আয়েশা ১০-১২ দিন পরপর ফুলে যায়। এ অবস্থায় তার চিকিৎসক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ডাক্তার জসিম উদ্দিন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা ভারতের কোন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেন কিন্তু অসহায় পরিবারটি আর্থিক সংকটে থাকায় তা আর সম্ভব হচ্ছে না। সরকারি জমিতে টিনের ঘর বেঁধে বসবাস দরিদ্র পরিবারটির সম্পদ বলতে স্থাবর অস্থাবর কিছুই নেই। পরিবারের ৬ সদস্যের মধ্যে তিনজনই অসুস্থ।
মেধাবী শিশু আয়েশার মা জানান, আমরা ইতিমধ্যে আমাদের উপার্জিত সমস্ত অর্থ তার চিকিৎসাতে ব্যয় করে ফেলেছি। কিছুদিন আগে এলাকাবাসী সম্মিলিতভাবে আমাদের কিছু সহযোগিতা করেছিলেন, তা দিয়ে আমরা আমাদের মেয়েকে যশোরে নিয়ে গিয়েছিলাম পরে জানলাম তার চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। আমরা দিনমজুর এত টাকা কোথায় পাবো?

তিনি তার মেয়ের চিকিৎসার জন্য কলারোয়া সহ দেশের সর্বস্তরের মানবিক ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন।01308863256 নগদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here