কলারোয়া পৌর কাউন্সিলর আলফাজ উদ্দিনের মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পুরস্কার অর্জন

0
1
জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সমাজসেবায় বিশেষ অবদানের জন্য
মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পুরস্কার-২০২৩ পদকে ভূষিত হয়েছেন কলারোয়া
পৌরসভার কাউন্সিলর আলফাজ উদ্দীন। ২৮ফেরুয়ারী বিকেল ৩টায় কলকাতার
পশ্চিমবঙ্গের রোটারিসদন মিলনায়তনে “সাউথ এশিয়া সোস্যাল কালচারাল
কাউন্সিল” আয়োজিত ‘ভারত-বাংলাদেশ সাম্প্রীতি উৎসব-২০২৩, এ দুই বাংলার
গুণীজন ব্যক্তিদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তাকে এই পদকে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে সাউথ এশিয়া সোস্যাল কালচারাল কাউন্সিলের মাহসচিব এম.এইচ আরমান
চৌধুরীর সভাপতিত্বে ও কলকাতা-ভারতের সিডিডিআর এর চীফ কো-অর্ডিনেটার দীপা
দাস এর পরিচালনায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে কলারোয়া পৌরসভার কাউন্সিলর
আলফাজ উদ্দীন  অতিথিদের কাছ থেকে এই পদক, ক্রেষ্ট ও সনদপত্র গ্রহণ করেন।
এর আগেও কাউন্সিলর আলফাজ উদ্দিন সমাজ সেবায় শ্রেষ্ঠ কাউন্সিলর হিসাবে
বিশেষ অবদানের জন্য সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড, আন্তর্জাতিক
মাতৃভাষা পদক, শেরে বাংলা গোলেডেন এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। এই
সন্মাননা গ্রহনের প্রতিক্রিয়ায় এক সংক্ষিপ্ত বক্তব্যে কাউন্সিলর আলফাজ
উদ্দিন বলেন-আমার এ সম্মাননা স্বারক আমি আমার পৌরসভার অধিবাসীদের জন্য
উৎসর্গ করলাম। কারণ পৌরবাসির জন্য ভাল কাজের স্বীকৃতি স্বরুপ আমার এই
পুরস্কার। তিনি আরো বলেন-আমি আমৃত্যু আমার পৌরবাসির কল্যাণেকাজ করতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here