কলারোয়ায় ওয়াপদার জমি দখল করে ৩ তলা ভবণ নির্মাণের কাজ অব্যাহত

0
2
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় সরকারী ওয়াবদার জায়গা দখল করে
এক মালয়েশিয়া
প্রবাসী ৩তালা ভিত বিশিষ্ট ভবণের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর
অভিযোগের ভিত্তিতে ৯নং হেলাতলা ইউনিয়ন ভুমি কর্মকর্তা ঘটনা স্থানে গিয়ে
ওই নির্মাণ বন্ধ করেন দেন। এর ৩/৪ দিন পরে আবারও সেই ভবণের কাজ শুরু করে
দেয়। ঘটনাটি ঘটেছে-উপজেলার হেলাতলা ইউনিয়নের দিগং গ্রামের নৌখালী খাল
ধারে। ওই জমি সাতক্ষীরা পওর বিভাগ-১, বাপাউবো এর জমি। সরকারী জমি দখলকারী
ব্যক্তি হলেন-৯নং হেলাতলা ইউনিয়নের দক্ষিণ দিগং গ্রামের আতিয়ার রহমানের
ছেলে আলমগীর হোসেন। তিনি মালয়েশিয়া প্রবাসী হওয়ায় তার স্ত্রী পারভীন
খাতুন ওই সরকারী জমি দখল করে ৩ তালা ভিত বিশিষ্ট ভবণ নির্মাণের কাজ
চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর সাথে কথা হলে তিনি
বলেন-তার ওই জমির কোন প্রকার কাগজপত্র নেই। সবাই সরকারী জায়গা দখল করে
ঘর-বাড়ী বাধছে তাই তিনিও ভবণ নির্মান করছেন। এছাড়াও তিনি আরো বলেন-এলাকার
এক বড় ভাই তার কাছে ৩০ হাজার টাকা চেয়ছিলেন। তিনি তাকে না দিয়ে অন্য
একজনকে দিয়ে ওয়াবদার লোকজন ম্যানেজ করে নিয়েছেন। এখন কেন তার ঘর নির্মাণে
বাধা আসছে। এবিষয়ে-হেলাতলা ইউনিয়ন ভুমি কর্মকর্তা বলেন-স্যারের
নির্দেশ্যে ওই জায়গায় গিয়েছিলেন এবং ঘর নির্মাণ না করার জন্য বলে
আসছিলেন। কিন্তু জমিটি ওয়াবদার (খাল ধার) জমি হওয়ায় তিনি আর কোন খোজ খোবর
নেয়নি। কি ভাবে তারা ওই জায়গায় ঘর নির্মাণ করছেন তা তিনি বলতে পারেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here