কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী-২০২২ উদযাপিত

0
0

তরিকুল ইসলাম,সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় ঐতিহ্যবাহী প্রিমিয়ার ছাত্র সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ২২’ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উৎযাপিত হয়েছে। বুধবার ( ১৫ জুন) সকাল সাড়ে ১০ টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। সকাল ১১ টায় ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ” প্রিমিযার ছাত্র সংঘের” সদস্যদের উপস্থিতিতে বর্ণাঢ্য এক শোভাযাত্রা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সভাস্থলে এসে জাকজোমকপূর্ণ পরিবেশে ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। সাড়ে ১১ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস। উপজেলা কমান্ড কাউন্সিলের প্রাক্তন কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, পাবলিক ইনস্টিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা। সংঘের সভাপতি আফজাল ফুহাদ অভির শুভেচ্ছা বক্তব্য শেষে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ল্যাবঃ নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাদুল হক, কপাই কর্মকর্তা অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান, সাংবাদিক জুলফিকারুজ্জামান জিল্লু, স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’ র আহবায়ক ক্রীড়াব্যক্তিত্ব মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, সংঘের সাধারন সম্পাদক নিয়াজ মোরশেদ, কর্মকর্তা আশিকুজ্জামান, আজমল হোসেন, রাসেল কবির, তৌহিদুজ্জামান, রোকনুজ্জামান সাংবাদিক ফারুক হোসেন রাজ, মোঃ তরিকুল ইসলাম, দেলোয়ার হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংঘের কর্মকর্তা ইমদদুল হক মিলন। প্রসংঙ্গত, প্রিমিয়ার ছাত্র সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাস্থলে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিনামূল্যে ব্লাড ( রক্ত)  গ্রুপ নির্নয়ের কার্যক্রম পরিচালিত হয়েছে বলে জানা যায় এবং সেবা কাজে সেরা দক্ষ অর্জনকারু স্বেচ্ছাসেবকদের মাঝে সন্মাননা স্বারক প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here