কলারোয়ায় ৩টি পুকুরে বিষ প্রয়োগে কয়েক লক্ষাধিক টাকার মাছের ক্ষতি

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো:সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলায় শত্রুতামূলক ভাবে ৩টি পুকুরে বিষ প্রয়োগ করে কয়েক লক্ষাধিক টাকার মাছের ক্ষতিসাধন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (১০ আগষ্ট) দিবাগত রাতের কোন এক সময়ে উপজেলার হেলাতলা গ্রামের মাছচাষী শফিকুল ইসলামের চারাপোনা ও বড় মাছ উৎপাদনকারী ৩ টি জলাশয়ে(পুকুর)। ক্ষতিগ্রস্থ মাছচাষী হেলাতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম জানান, দীর্ঘবছর যাবৎ তিনি চারাপোনা মজুদ করে হেলাতলার ৩টি পুকুরে মাছ চাষ করে আসছেন। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে ওই সকল পুকুরে মাছের পরিচর্যা করতে যেয়ে দেখতে পাই পুকুরে মজুদ করা সকল চারামাছ সহ বিভিন্ন আকারের মাছ পানিতে ভাসছে। তাৎক্ষনিকভাবে তিনি হতাশা প্রকাশ করে জানান, শত্রুতা করে কে বা কারা আমার ৩ টি পুকুরে বিষ প্রয়োগ করে ১১ লাখ টাকার মাছের ক্ষতিসাধন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ মাছের মধ্যে ৭ লাখ টাকার পাঙ্গাস মাছের চারাপোনা, বড় রুই মাছ ১ লাখ টাকা ও বড় পাঙ্গাস মাছ ৩ লাখ টাকা বলে জানান। শত্রুতামূলক মাছ নিধনের বিষয়টি তিনি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ও থানা পুলিশকে অভিযোগ আকারে অবগত করেছেন বলে জানা যায়। এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল জানান, ঘটনাটি জানার সাথে সাথে উপজেলার মেরিন ফিসারিজ অফিসার কুমার প্রসুন দাশকে ঘটনাস্থলে পাঠিয়ে সত্যতা নিশ্চিত করে বিনষ্টকৃত মাছের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসি মাছ বিনষ্টের ঘটনাটি জানার পর দুঃখ প্রকাশ করে ঘৃণা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here