কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তে পরিত্যক্ত মর্টারসেল উদ্ধার

0
0

জুলফিকার আলী, কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার  কলারোয়া উপজেলার
কেঁড়াগাছী ইউনিয়নের কাঁকডাঙ্গা সীমান্তের কুঠিবাড়ী গ্রামের আবুল হোসেনের
ছেলে সাইদুজ্জামান (৩০) এর বাড়ি থেকে পরিত্যক্ত একটি মর্টার সেল উদ্ধার
করেছে  বিজিবি সদস্যরা। বুধবার বিকাল ৩ টারদিকে স্থানীয়সূত্রে সংবাদ পেয়ে
টহলরত বিজিবি সদস্যরা মর্টার সেলটি উদ্ধার করে। মর্টারসেলটির বিষয়ে
কাঁকডাঙ্গা ক্যাম্পর বিজিবি সদস্যরা জানান- কাঁকডাঙ্গা বিজিবি ক্যাম্পের
সামনের মাঠে মৃত ইব্রাহিমের ছেলে ইসমাঈলের  মৎস্য ঘের থেকে কুঠিবাড়ী
গ্রামের সাইদুজ্জামান তার বাড়িতে মাটি ভরাটের জন্য মাটি কিনে নিয়ে এসে
মাটি ভরাটের সময় মাটির ভিতরে মর্টার সেলটি দেখতে পেয়ে নিজের বাড়িতে রেখে
দেয়। পরবর্তীতে সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা মর্টার সেলটি উদ্ধার করে
বিজিবি ক্যাম্পে নিয়ে আসেন। স্হানীয় পর্যায়ের ধারণায় জানাযায় মর্টার
সেলটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহার হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here