কলারোয়ায় নতুন করে ২৯ ব্যক্তির করোনা শনাক্ত ॥ আক্রান্তের  হার শতকরা ৪০ ভাগ

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় আবারও করোনা আক্রান্তের হার বৃদ্ধি পেয়ে ৭২ জনের মধ্যে ২৯ ব্যক্তির ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। বৃদ্ধির শতকরা হার-৪০ ভাগ। নতুন করে ৯ নারীসহ ২৯ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুন) কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরামেডিকেল কলেজ হাসপাতালে করা নমুনা পরীক্ষা থেকে এ রিপোর্ট জানা গেছে।এদিন কলারোয়া হাসপাতালে রেপিড এন্টিজেন কিটস দিয়ে করোনা পজিটিভশনাক্তকারীরা হলেন, উপজেলার বাকসা গ্রামের তাহমিনা (৩৫), ঝাপাঘাট গ্রামেরআফতাবুজ্জামান (৩৮), দেয়াড়া আব্দুল গফুর সানা (৯০), আব্দুল গফুর সানারস্ত্রী জাহানারা বেগম (৭০), বয়েরডাঙ্গা গ্রামের তাসলিমা খাতুন (৩০),রামভাদ্রপুর গ্রামের সাহিদুর রহমানের পুত্র মেহেদি হাসান (২৭), বোয়ালিয়াগ্রামের নূর ইসলামের পুত্র গোলাম রসুল (৪৯), আবুল হোসেন সানা(৭০), বাটরাগ্রামের  রাজিয়া খাতুন(৬১), পৌর সদরের তুলশী ডাঙ্গা গ্রামেরআক্তারুজ্জামান (২৫), রঘুনাথপুর আব্দুল কাদের(৫৬), মনিরামপুর উপজেলারচাকলা গ্রামের আব্দুল কাদেরের পুত্র মিলন মাহমুদ(৩০), যশোরের ঝিকরগাছাউপজেলার বাকুড়া গ্রামের ওমর সরদারের (স্ত্রী/কন্যা) ফাতেমা খাতুন(৪০)। এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায়করোনা পজিটিভ শনাক্ত ব্যক্তিরা হলেন, পৌর সদরের মুরারিকাটি গ্রামের শেখআবু তাহের (৫৮), একই গ্রামের আব্দুর রহমান (৫৮), গনপতিপুর গ্রামের জিয়াউররহমান (৩৪), বোয়ালিয়া গ্রামের মধুলাল (৩৩), শ্রীপতিপুর গ্রামের রবিউলইসলাম (০৯), মির্জাপুর গ্রামের আলহাজ্ব মোকছেদ আলী মন্ডল(৮০), কয়লাগ্রামের জয়নব বেগম, একই গ্রামের মুক্তারুল ইসলাম (২৮), চন্দনপুর গ্রামেরআবু জাফর (৫০), মাদরা গ্রামের ডালিয়া খাতুন(৩৫), দক্ষিণ দিগং গ্রামেরতানজিআরা, ছলিমপুর গ্রামের আরু বিবি (৭৫), হামিদপুর গ্রামের শাহানারা(৪২), একই গ্রামের মোস্তাফিজুর রহমান (৩৮), রামকৃষ্ণপুর গ্রামের বোরহানউদ্দিন (৪৯), ওফাপুর গ্রামের সফিকুল (৪৮)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টিনিশ্চিত করে সকলকে মাক্স পরিধান, দূরত্ব বজায় রাখা ও সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here