কলারোয়ায় হোমিও চিকিৎসক শেখ ইমান আলির ১২ তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা: শেখ ইমান আলির ১২ তম মৃত্যুবার্ষিকী ১৩ জুলাই, মঙ্গলবার। তিনি কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর পিতা। ২০০৯ সালের এই দিনে তিনি কলারোয়া হাসপাতাল সড়কের নিজ বাসভবনে মত্যুবরণ করেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাটুলি। তিনি একটানা ৪৫ বছর ধরে সুনামের সাথে এ জনপদে হোমিও চিকিৎসা সেবা প্রদান করে গেছেন। কর্মজীবনের শুরুতে ষাটের দশকে তিনি খোরদো হাইস্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলেও শিক্ষকতা করেন। কলারোয়া পশু হাট মোড়ে তাঁর হোমিও প্রতিষ্ঠানের নাম ছিলো ‘আলি হোমিও হল’। ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বড় ছেলে শেখ ফারুক আহমেদ ও মেজো ছেলে শেখ বেনজীর আহমেদ মরহমের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here