কলারোয়ায় আরো ৫ জনের করোনা শনাক্ত। সংক্রমণের হার শতকরা ২০ ভাগ

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জনের করোনা পরীক্ষা রিপোর্টে ৫ ব্যক্তির ভাইরাসে পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২০ ভাগ। করোনা শনাক্তের হার কিছুটা নিন্মমুখি হলেও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

রবিবার (১৮ জুলাই) কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেন কিটস দিয়ে পরীক্ষায় ৫ জনের করোনা পজিটিভ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে প্রাপ্ত তথ্য মতে, উপজেলা সহকারী আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেন। করোনা পজিটিভ শনাক্তকারী ৫ ব্যক্তি হলেন, দেয়াড়া ইউনিয়নের দলুইপুর গ্রামের নজরুল ইসলাম(৭০), পৌর সভার তুলশিডাঙ্গা গ্রামের মিনা (৩৫), চন্দনপুর ইউনিয়নের সুলতানপুরের মফিজুল (৫৩), জয়নগর ইউনিয়নের খোর্দ্দ- বাটরা গ্রামের বেবি আক্তার ৩৮) ও সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা এলাকার বিহারী নগর গ্রামের রশনি (২৮)। এর মধ্যে ৩ জন মহিলা ও ২ জন পুরুষ। আক্রান্তদের বাড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে লকডাউনের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান সকলকে মাক্স পরিধান, শারীরিক দূরত্ব বজায় রাখা ও সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান। তিনি আরও জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় পর্যায়ের প্রথম ডোজের ভ্যাক্সিন প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here