সাতক্ষীরার কলারোয়ায় আবারো ছয় জনের করোনা শনাক্ত । সংক্রমণের হার ২১ ভাগ

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ২৯ জনের নমুনা পরীক্ষায় আবারও ৬ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ জন মহিলা, ৩ জন পুরুষ। নিন্মমুখি শনাক্তের শতকরা হার ২১ ভাগ। রবিবার (২৫ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা পজিটিভ শনাক্ত ব্যক্তিরা হলেন, কুশোডাঙ্গার মিসেস হামিদা (৫৫), হুলহুলিয়া গ্রামের
সামছুর রহমান (৬০), একই গ্রামের রাশিদা খাতুন (৫৫) ও আবুল কাশেম (৬৮), রায়টা গ্রামের জাবের মোড়ল (৪৮) ও বরনডালি গ্রামের মিসেস মউ (মৌ)।

আক্রান্তদের বাড়িতে উপজেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতায় লকডাউনের ব্যবস্থা করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী জানান।

এ দিকে, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় পর্যায়ের ১ম ডোজের চলমান ভ্যাক্সিন কার্যক্রমে ইতোমধ্যে নিবন্ধনকৃত ২ হাজার ৩ শতাধিক ব্যক্তি টিকা (ভ্যাক্সিন) গ্রহন করেছেন বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here