তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতে কয়েকজনকে বিভিন্ন অপরাধে আর্থিক দন্ডে দন্ডিত করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার( ২৭ জুলাই) সকাল ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত পৌর সদরের বিভিন্ন সড়ক ও মোড়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালত পরিচালনাকালে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকারী নির্দেশনা অমান্য করার অপরাধে বস্ত্র বিতান মালিক, প্রাইভেটকার চালকসহ কয়েকজনকে ৬ টি মামলায় ৯ হাজার ৫ শত টাকা আর্থিক দন্ডে দন্ডিত করেছেন। আদালতকে সহযোগীতা করেন বেঞ্চ সহকারী প্রনব কুমার সরকারসহ সেনাবহিনী,পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যবদ। উপজলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট আল আমীন লকডাউন সফল করতে বিভিন স্থান পরিদর্শনকালে তিনি বিনা প্রয়াজনে কাউকে বাইরে না আসার উপর গুরুত্ব দিয়ে সকলকে মাস্ক পরিধান, সামাজিক (শারীরিক) দূরত্ব বজায় ও সকল সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান। এ দিকে, লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসনকে মাঠে থাকতে দেখা গেছে।