তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও পাবলিক
ইনস্টিটিউটের উদ্যোগে ১৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কলারোয়া ফুটবল
মাঠের পার্শ্বে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনারে
বুদ্ধিজীবীদের স্মৃতিচারণে মোমবাতি প্রজ্বলন ও শপথ বাক্য পাঠ করা হয়। এ
দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে
পুস্পমাল্য অর্পন করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ
চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের
হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আল আমীন হোসেন, মুক্তিযোদ্ধা
কমান্ডের পক্ষে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর
মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর
মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, থানা প্রশাসনের পক্ষে থানার অফিসার ইনচার্জ মীর
খায়রুল কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাফিজুর রহমান, পৌর প্রশাসনের
পক্ষে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, পাবলিক ইনস্টিটিউটের পক্ষে
সভাপতি সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা সহ রাজনৈতিক
ভাবে আ’লীগ, জাসদ, ওয়ার্কস পার্টি ও বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা
প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে স্মৃতিস্তম্ভে
সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার
জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, পৌর
মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, পাবলিক ইনস্টিউটের সভাপতি সহিদুল
ইসলাম,সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, বীর মুক্তিযোদ্ধা ও জাসদ
সভাপতি আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কপাই কর্মকর্তা
মাস্টার আব্দুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ,
সাবেক সাধারন সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারন সম্পাদক
প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক সহকারী অধ্যাপক কে,এম
আনিছুর রহমান, অধ্যাপক আবুল খায়ের, অধ্যাপক তপন মন্ডল, উপজেলা সহকারী
আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেন, আ’লীগ নেতা রবিউল আলম মল্লিক
রবি,আ’লীগ নেতা সহিদুল ইসলাম, ইউএনও অফিস সহায়ক আব্দুল মান্নান, সাংবাদিক
জুলফিকার আলী, ক্রীড়া সংগঠক খাঁন নিয়াজ আহম্মেদসহ মুক্তিযুদ্ধের
স্ব-পক্ষের সকল স্তরের মানুষ। মোমবাতি প্রজ্জ্বলন শেষে শপথ বাক্য পাঠ
করান উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। এ ছাড়া, বুদ্ধিজীবি
হত্যা দিবস উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। উল্লেখ্য,
১৯৭১ সালের এই দিনে(১৪ ডিসেম্বর) পাক হানাদার বাহিনী রাতের আধারে
বুদ্ধিজীবিদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে বুদ্ধিজীবিদের হত্যা করা হয়।