মহান বিজয় দিবস উপলক্ষ্যে কলারোয়ায় প্রীতি ফুটবল খেলায় ইউএনও একাদশ জয়ী

0
0

 

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে
কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে
রবিবার(১৯ ডিসেম্বর)) বিকাল সাড়ে ৩ টায় সরকারী হাইস্কুল ফুটবল মাঠে
উপজেলা নির্বাহী একাদশ বনাম সূধি একদাশের মধ্যে প্রীতি ফুটবল খেলাটি
অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে নির্বাহী একাদশ ৪-০ গোলে এগিয়ে থাকলেও
দ্বিতয়ার্ধে সূধী একাদশ পর পর ৩টি গোল করে প্রতিপক্ষকে চাপের মুখে ফেলে।
পরে ইউএনও একাদশ আবারও ২টি গোল করে জয়ের জন্য কিছুটা হালকা হলেও সূধি
একাদশ নির্ধারিত সময়ের মধ্যে আরও ১টি গোল করায় নির্বাহী একাদশ ৬-৪ গোলে
জয়লাভ করে। উপজেলা  নির্বাহী একাদশ দলের অধিনায়কত্ব করেন ইউএনও জুবায়ের
হোসেন চৌধুরী। সূধি একাদশ দলের অধিনায়কত্ব করেন পৌর মেয়র মাস্টার
মনিরুজ্জামান বুলবুল। উপজেলা প্রশাসনের পক্ষে খেলায় অংশগ্রহন করেন উপজেলা
কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সিনিয়ির মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ
মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা অমল কৃষ্ণ সরকার, সমাজ সেবা কর্মকর্তা
নূরে আলম নাহিদ, পল্লী বিদ্যুতের ডিজিএম নূরুল ইসলাম, সহকারী মাধ্যমিক
শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সহকারী আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেন,
পৌর সভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন। সূধি একাদশে অংশগ্রহন করেন
উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ, প্রাক্তন
ফুটবলার আবুল হাসান, দিলীপ ঘোষ, ইমরান হোসেন, সাংবাদিক রাশেদুল হাসান
কামরুল, কাউন্সিলর জিএম শফিকুল ইসলাম, ইমরুল হোসন, নিয়াজ খাঁন, সাঈদ আলী,
সুভাষ চন্দ্র সহ পরিবর্তীত খেলোয়াড়বৃন্দ। খেলাটি পরিচালনা করেন ক্রীড়া
ব্যক্তিত্ব আব্দুর রহিম বাবু, মিয়া ফারুক হোসেন স্বপন ও সাইফুল ইসলম।
ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, শিক্ষক শেখ শাহাজাহান আলী
শাহিন ও মাষ্টার আঃ ওহাব মামুন। খেলাটি উপভোগ করেন সরকারী হাইস্কুলের
প্রধান শিক্ষক আ: রব, ক্রীড়া ব্যক্তিত্ব কপাই সাধারন সম্পাদক এ্যাড: শেখ
কামাল রেজা, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান
জিল্লু,সাংবাদিক আসাদুজ্জামান আসাদ সহ অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন
চৌধুরী  স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে মহান বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের
চেতনায় বিশ্বাসী মানুষদেরকে বিজয়ের শুভেচ্ছা জানান। তিনি খেলাধুলার
মাধ্যমে মানসিক বিকাশ সাধন ও শরীর গঠনের উপর গুরুত্ব আরোপ করে আগামীতে এই
মাঠে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট সহ বিভিন্ন ধরনের খেলাধূলার আয়োজনে
আশাবাদ ব্যক্ত করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here